দক্ষিণ দিনাজপুর জেলার কুমারগঞ্জ ব্লকের ডাঙ্গারহাট থেকে ভায়া আঙিনা-বরইট হয়ে মোল্লাদিঘি পর্যন্ত প্রায় সাড়ে চার কিলোমিটার দীর্ঘ রাস্তা প্রায় দু’বছর আগে তৈরি হয়েছিল। কিন্তু মাত্র তিন থেকে চার মাসের মধ্যেই সেই রাস্তা বেহাল হয়ে পড়ে। বর্তমানে রাস্তাটি প্রায় চলাচলের অযোগ্য হয়ে যাওয়ায় এলাকাবাসীর মধ্যে তীব্র ক্ষোভ দেখা দিয়েছে। স্থানীয়দের অভিযোগ, নিম্নমানের কাজের ফলেই এমন পরিস্থিতি।