মালদার চাঁচল ২ ব্লকের ভাকরি গ্রাম পঞ্চায়েতের ভবানীপুর গ্রামে বেহাল রাস্তা। দীর্ঘদিন ধরে নিকাশি না থাকায় বেহাল দশায় নাজেহাল এলাকাবাসী। টানা বর্ষণে রাস্তায় জমে থাকা জল আর বড় বড় গর্তে দুর্ঘটনার শিকার হচ্ছেন পথচারীরা। শুক্রবার বৈকাল চারটে নাগাদ নিকাশিনালা ও রাস্তা সংস্কারের দাবি তুলেছেন এলাকার বাসিন্দারা।