কোচবিহারের জেলা শাসক দফতর সংলগ্ন এলাকায় অনুষ্ঠিত হলো এক মকড্রিল। সম্ভাব্য বিপর্যয়ের পরিস্থিতি মোকাবিলায় কীভাবে দ্রুত ও সঠিকভাবে বিপর্যস্ত মানুষের পাশে দাঁড়াবে সিভিল ডিফেন্সের কর্মীরা, তারই একটি ট্রায়াল করা হয় এদিন। জেলা শাসক দফতর চত্বরে আয়োজিত এই মহড়ায় বিভিন্ন ধরণের যন্ত্রপাতি ব্যবহার করে দেখানো হয় উদ্ধারকাজের পদ্ধতি। একইসঙ্গে ব্যবহৃত যন্ত্রাংশগুলি সঠিকভাবে কাজ করছে কি না, তাও খতিয়ে দেখা হয় এই ট্রায়ালের মাধ্যমে।