রাজমিস্ত্রি সেন্টারিং এর কাজে এসে দুতলার ছাদ থেকে পড়ে গিয়ে মৃত্যু হল সেন্টারিং মিস্ত্রির। খণ্ডঘোষ থানার ক্যানেল পুলের ঘটনা। মৃতের নাম বাপন সেন(২৯) খণ্ডঘোষ থানার পোলেমপুরে তার বাড়ি। গতকাল মঙ্গলবার দুপুর তিনটেয় ক্যানেল পুলের একটি বাড়িতে দুতলায় সেন্টারিং এর কাজ করছিলেন আর তখনই তিনি ছাদ থেকে নিচে পড়ে যান। ঘটনায় গুরুতর জখম অবস্থায় তার সহকর্মীরা তাকে উদ্ধার করে Bmch নিয়ে আসলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করে