সোমবার বদরপুর নবীনচন্দ্র কলেজের গেটের ভিতর মেহবুব আলমের নিঃশর্তে মুক্তির দাবি নিয়ে ধর্নায় বসলেন কলেজের একাংশ ছাত্ররা। এতে কলেজ ছাত্র মেহবুব আলমের নিঃশর্তে মুক্তি চাই সহ বিভিন্ন প্লেকার্ড হাতে নিয়ে ধর্নায় বসেন তারা। যাতে কোন ধরনের বিশৃঙ্খলা ঘটনা না ঘটে তার জন্য কঠোর নিরাপত্তার বেষ্টনী দিয়ে বদরপুর ST রোডকে ঘিরে রাখা হয়েছে। জানা গেছে বদরপুর থানায় রয়েছেন পুলিশের ঊর্ধ্বতন আধিকারিকরা। যাতে আইনশৃঙ্খলা ভঙ্গ না হয় তার ওপরে নজর রেখেছেন পুলিশের আধিকারিকরা।