ঘটনাটি মঙ্গলবার রাতে নাককাটি গাছের কদমতলা এলাকায় রাজ্য সড়কের উপরের ঘটনা। আহত ব্যক্তির নাম ইন্দ্রজিৎ রবিদাস। তার বাড়ি সংশ্লিষ্ট এলাকায়। পরিবারের তরফ থেকে জানা যায় মঙ্গলবার রাতে প্রতিমা দর্শন করে টোটো তে বাড়িতে ফেরার পথে কদমতলা এলাকায় নিয়ন্ত্রণ হারিয়ে টোটোটি উল্টে যায়। টোটো চালকের তেমন কিছু না হলেও টোটো তে থাকা ইন্দ্রজিৎ রবিদাসের মাথা ফেটে যায়।