অবশেষে থানা কর্তৃপক্ষের আশ্বাসে পথ অবরোধ তুলে নিল বিএমএস শ্রমিকরা। আজ সকাল থেকে উত্তর ত্রিপুরার ধর্মনগরে উত্তেজনাপূর্ণ পরিস্থিতি সৃষ্টি হয়। বিএমএস-এর শ্রমিকরা নানান দাবিদাওয়া নিয়ে পথ অবরোধে শামিল হন। তাদের অভিযোগ, দীর্ঘদিন ধরে কর্তৃপক্ষের নিকট একাধিকবার সমস্যা জানানো হলেও তার সঠিক সমাধান হয়নি। ফলে আজ রাস্তায় নেমে তারা আন্দোলনে বসতে বাধ্য হন।