চব্বিশে সেপ্টেম্বর সকাল আটটায় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি জির জন্মদিন উপলক্ষে ভারতীয়_জনতা_যুব_মোর্চার রাষ্ট্রীয় কার্যক্রম তথা নেশা মুক্ত দেশ ও নেশা মুক্ত ত্রিপুরা গড়ার লক্ষ্যে আজ দক্ষিণ_ত্রিপুরা জেলার শান্তিরবাজার_মন্ডল_যুব_মোর্চা এর উদ্যোগে আয়োজিত NamoYuva Run এর শুভ সূচনা করেন প্রাক্তন মুখ্যমন্ত্রী তথা পশ্চিম ত্রিপুরা লোকসভার আসনের সাংসদ বিপ্লব কুমার দেব শান্তির বাজার হসপিটাল থেকে শুরু হয় দোর তা শেষ হয় শান্তির বাজার নতুন পেট্রোল পাম্পের সামনে এসে