মাঝে মাঝেই অশান্তির ঘটনা ঘটছে শিলিগুড়ি পৌরনিগমের ৩১নম্বর ওয়ার্ডে।সবচেয়ে বেশি অশান্তির ঘটনা ঘটছে শক্তিগড়ে।রাজ্যের শাসক দলের গোষ্ঠীদ্বন্দ্ব বারবার প্রকাশ্যে আসছে।মাঝে মাঝেই ঘটছে হামলার ঘটনা।এই ঘটনায় উদ্বিগ্ন স্থানীয় বাসিন্দারা।দ্রুত এলাকায় শান্তি ফিরিয়ে নিয়ে আসার দাবি তুলেছে বিজেপি।আর এই কারণেই ভারতীয় জনতা পার্টির ডাব গ্রাম ফুলবাড়ী ৩নম্বর মন্ডলের অন্তর্গত ৩১নম্বর ওয়ার্ড থেকে আজ এনজেপি থানাতে গণ ডেপুটেশন দেওয়া হয়।