This browser does not support the video element.
ক্যানিং ১: ক্যানিং এর রাস্তায় একের পর এক উল্টাচ্ছিল টোটো, এরপর ব্যবস্থা নিলেন ট্রাফিক পুলিশ কর্মীরা, কি ব্যবস্থা!
Canning 1, South Twenty Four Parganas | Sep 4, 2025
দীর্ঘদিন ধরেই ক্যানিং মাতলা সেতু সংযোগকারী রাস্তায় গর্ত হয়েছিল। গাড়ির গতি নিয়ন্ত্রনের জন্য রাস্তায় বসানো হাম্প উঠে গিয়েছিল অনেকদিন আগেই। সেই হাম্পের স্থানেই তৈরি হয়েছিল ক্ষত। রাস্তার সেই গর্তের চেহারা বর্ষায় আরও খারাপ হয়ে গিয়েছিল। মাঝে মধ্যেই ঘটছিল দুর্ঘটনা। বৃহস্পতিবার সকালেও যাত্রী বোঝাই তিনটি টোটো উল্টে যায়। অল্প বিস্তর আহত হন যাত্রীরা। ঘটনার কথা কানে যেতেই ক্যানিং ট্রাফিক গার্ডের পুলিশ কর্মীরা সেই খানা খন্দ বন্ধ করার উদ্যোগ নিলেন। ট্রাফিক গার্ডের ওসি