উড়িষ্যায় পরিযায়ী শ্রমিক খুনের ঘটনায় মুর্শিদাবাদ জেলার সামশেরগঞ্জের গ্রেপ্তার ২। শুক্রবার সন্ধ্যা ৭টা নাগাদ পুলিশ জানিয়েছেন ধৃতদের নাম সুন্দর শেখ ও করিম শেখ তাদের বাড়ি সামসেরগঞ্জ থানার ঘনশ্যামপুর গ্রামে।প্রসঙ্গত, পরিবারের হাল ফেরাতে উড়িষ্যায় পাড়ি জমিয়েছিলেন লোকমান সেখ। সেখানে ৩ ধরে নিখোঁজ থাকার পর বুধবার এক জঙ্গল থেকে দেহ উদ্ধার হয়। ঘটনায় সামশেরগঞ্জ থানায় লিখিত অভিযোগের ভিত্তিতে বৃহস্পতিবার রাত্রে ঘনেশ্যামপুর ওই দুইজনকে গ্রেপ্তার করে পুলিশ।