মঙ্গলবার জানা গেছে,বিগত কয়েকদিন আগে পেকুরগ্রামস্থিত খেলার মাঠে ফুটবল ম্যাচ চলাকালীন সেখান থেকে পশ্চিম চেংজুর গ্রামের জনৈক সিফার উদ্দিনের AS10F3995 নাম্বারে একটি পালসার বাইক চুরি হয়ে যায়। পরে ঘটনাটি নিয়ে বাইকের মালিক থানায় মামলা দায়ের করা। চুরি হওয়া বাইক সহ আরেকটি বাইক নিয়ে ৩ যুবক মানিকপাড়ার দিকে যাবার সময় স্থানীয়রা তাদেরকে ধরে ফেলে। তারপর তাদেরকে পুলিশের হাতে তুলে দেন। পরে পুলিশ তদন্ত নেমে আরো দুইটি বাইক ও আরো ১ জনকে গ্রেপ্তার করে পুলিশ।