ভাতারের রামচন্দ্রপুর গ্রামের এক মহিলা চিকিৎসা করতে গিয়ে তার সমস্ত নথি ও বেশ কিছু টাকা হারিয়ে ফেললেন। ওই ব্যক্তি দারস্থ হলেন ভাতার থানায়। মঙ্গলবার চারটের সময় ওই মহিলা সংবাদ মাধ্যমের ক্যামেরার সামনে জানান কোন সহৃদয় ব্যক্তি যদি আমার ব্যাগ পান তাহলে অবশ্যই থানায় জমা দেবেন ভাতারের রামচন্দ্রপুর গ্রামের বাসিন্দা আসমা বিবি তিনি চিকিৎসা করতে যাচ্ছিলেন মঙ্গলকোট ব্লক হসপিটালে। যাবার পথে তার ব্যাগটি হারিয়ে যায়। ব্যাগে তার ভোটার কার্ড, আধার কার্ড ও ৩০০০ টাকা।