রাস্তার সমস্যা নিরসনের দাবি নিয়ে শ্রীভূমিতে SUCI-র প্রতিবাদী মিছিল। শুক্রবার ৪ টা নাগাদ জানা গেছে,শ্রীভূমি শহরের বেহাল রাস্তাঘাটের সমস্যা নিয়ে শ্রীভূমিতে প্রতিবাদ মিছিল বের করেন SUCI । এদিন তারা একটি লিখিত দাবি পত্র নিয়ে শ্রীভূমি জেলাশাসকের কাছে জমা দেন। এবং অবিলম্বে রাস্তা সংস্কার না হলে বৃহত্তর আন্দোলনের দিকে পা বাড়াবেন বলে হুঁশিয়ারি দেন।