জলপাইগুড়ি জেলার ধর্মপুর গ্রাম পঞ্চায়েত ধিঙ্গিবাড়ি থেকে মুরিয়াগ্রাম স্কুল পর্যন্ত পথশ্রী রাস্তার কাজ অর্ধসমাপ্ত করে ঠিকাদার পালিয়ে যায়, সেই বেহাল অবস্থায় থাকা রাস্তার খবর আমরা করেছিলাম। আমাদের খবরের জেরে ফের রাস্তার কাজ শুরু করলো ঠিকাদারি সংস্থার। স্থানীয় সুত্রে জানা গেছে গত 2024 সালের মার্চ মাসের ১ তারিখে পথশ্রীর এই কাজের সূচনা হয় কিন্তু ১ বছর পেরিয়ে গেলো রাস্তার কাজ ও শেষ হয়নি। শুধু আর্থমুভার ফেলে ঠিকাদার চলে গেছে। পথ চলতি মানুষরা অভিযোগ করেন