আজ ৭ই সেপ্টেম্বর দীর্ঘ নয় বছর পর সারা রাজ্যের সঙ্গে বীরভূম জেলাতেও অনুষ্ঠিত হচ্ছে স্কুল সার্ভিস কমিশনের বহুপ্রতীক্ষিত পরীক্ষা। বোলপুর মহকুমার একাধিক কেন্দ্রে দুপুর ১২টা থেকে শুরু হচ্ছে এই পরীক্ষা নির্ধারিত সময় অনুযায়ী।ইতিমধ্যেই পরীক্ষার্থীরা কেন্দ্রে আসতে শুরু করেছেন। জেলা প্রশাসন সূত্রে খবর, শুধুমাত্র বীরভূম জেলাতেই পরীক্ষার্থীর সংখ্যা ১৩ হাজারের বেশি। এই পরীক্ষার মাধ্যমে বহু চাকরিপ্রার্থী দীর্ঘ প্রতীক্ষার শেষে এক নতুন সম্ভাবনার মুখোমুখি হচ্ছেন। তাঁদে