বিজেপি শাসিত রাজ্যে বাংলা ভাষাভাষীদের উপর হেনস্তার প্রতিবাদে ভাষা আন্দোলনের ডাক দেয় তৃণমূল। সেইমতো রবিবার আনুমানিক বিকাল সাড়ে পাঁচটা নাগাদ মঙ্গলকোটের গোপালপুর থেকে বামুনাড়া পর্যন প্রতিবাদ মিছিল করল তৃণমূল কংগ্রেস। মিছিলে হাঁটেন স্থানীয় গোতিষ্ঠা অঞ্চল তৃণমূলের নেতৃত্ব বৃন্দ। বাংলাভাষীদের বিরুদ্ধে বিজেপির বিদ্বেষমূলক প্রচার ও বাতারণ তৈরীর ষড়যন্ত্রের বিরুদ্ধে এদিন মিছিল থেকে সোচ্চার হয় তৃণমূলের নেতাকর্মীরা।