খোয়াই দশমিঘাটে এক এক করে চলছে প্রতিমা নিরঞ্জন; প্রশাসনিক ব্যবস্থাপনা জোরদার আজ বিকেল সাড়ে তিনটা নাগাদ এরকমই কিছু দৃশ্য আমাদের ক্যামেরায় উঠে আসে খোয়াইয়ের বনকরস্থিত প্রতিমা নিরঞ্জন ঘাট থেকে। এক এক করে চলছে বিভিন্ন ক্লাবের প্রতিমা নিরঞ্জন। যাকে কেন্দ্র করে ব্যাপক নিরাপত্তা ব্যবস্থা রয়েছে। খোয়াই পুরো পরিষদের ব্যবস্থাপনার প্রশংসা করছে গোটা খোয়াইবাসী।