কদিনের লাগাতার বৃষ্টিতে নদীগুলিতে বেড়েছে জল স্তর। রাজ্যের বিভিন্ন জলাধার থেকে ছাড়া হয়েছে জল ফলে পশ্চিম মেদিনীপুর জেলার নদীগুলিতে ইতিমধ্যেই জলস্তর বেড়েছে। মেদিনীপুরের কংসাবতী নদীতেও বেড়েছে জলস্তর। তাই জল ছাড়া হয়েছে মেদিনীপুরের অনিকেট বাঁধে। আজ রবিবার বিকেল প্রায় পাঁচটা নাগাদ মেদিনীপুরের অনিকেত বাঁধে গিয়ে দেখা গেল কংসাবতী নদীর উপর তৈরি অনিকেট বাঁধে তোলা হয়েছে বেশ কিছু গেট, সেই গেট থেকে ছাড়া হচ্ছে জল।