ঘর লাগুয়া পুকুরে স্নানে গিয়ে জলে ডুবে মৃত্যু হল এক ব্যক্তির। রবিবার বিকেলে ঝাড়গ্রামের সাঁকরাইল থানার ঘোড়াপাড়া গ্রামের ঘটনা। পুলিশ জানিয়েছে, মৃত ব্যক্তির নাম বিজয় বেরা (৪৩)। কাঠমিস্ত্রির কাজ করতেন তিনি। মৃতের পরিবারে স্ত্রী এবং এক ছেলে ও মেয়ে রয়েছে । তিনি একমাত্র পরিবারের উপার্জনের ব্যক্তি ছিলেন। জলে ডুবে তাঁর মৃত্যুতে দিশাহারা হয়ে পড়েছে পরিবার। সোমবার দুপুরে দেহ ময়নাতদন্ত হয় ঝাড়গ্রাম মেডিক্যাল কলেজ হাসপাতালে পুলিশ মর্গে।