থালিবারি সড়কে গাড়ি থেকে ৪৫ কেজি গাঁজা উদ্ধার।গতকাল রাতে যাত্রাপুর থানাধীন কাঠালিয়া–থালিবারি সড়কের কামাই টিলা এলাকায় পুলিশের বিশেষ চেকিং অভিযানে বিপুল পরিমাণ গাঁজা উদ্ধার হয়।এসআই বিজয় চক্রবর্তী, থানার পুলিশ সদস্য ও TSR কর্মীরা যৌথভাবে অভিযান চালিয়ে TR 08E0734 নাম্বারের একটি অল্টো K10 গাড়ি আটক করে। তবে গাড়ির চালক অন্ধকার জঙ্গলের ভিতরে পালিয়ে যায়