দক্ষিণ দিনাজপুর জেলার কুমারগঞ্জ থানার গোপালগঞ্জ এলাকায় ঠাকুর দেখতে বেরিয়ে বাড়িতে চুরির ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে। অভিযোগ, গত ৩০শে সেপ্টেম্বর এক গৃহস্থ পরিবারের সকলে মিলে পুজোর ঠাকুর দেখতে বেরিয়েছিলেন। রাতে বাড়ি ফিরে এসে তাঁরা দেখেন, আলমারি ভেঙে শোণা গহনা সহ প্রায় লক্ষাধিক টাকার সামগ্রী উধাও। সঙ্গে সঙ্গে কুমারগঞ্জ থানায় অভিযোগ দায়ের করা হয়। অভিযোগের ভিত্তিতে পুলিশ তদন্তে নেমে তোফাজ্জল হোসেন নামে এক অভিযুক্তকে গ্রেফতার করে।