একাধিক দাবিতে পুঞ্চা ব্লক সমষ্টি উন্নয়ন আধিকারিকের কাছে স্মারকলিপি দিলো সারা ভারত ক্ষেতমজুর ইউনিয়ন পুঞ্চা ব্লক কমিটি।সোমবার বিকেল ৪ টা নাগাদ পুঞ্চা সিপিআইএম দলীয় কার্যালয় থেকে পুঞ্চা ব্লক অফিস পযন্ত মিছিল করা হয়।মিছিল শেষে ডেপুটেশন দেওয়া হয়।মূলত ১০০ দিনের কাজ চালু করা,পুঞ্চা এলাকার কাঁচা রাস্তা গুলি অবিলম্বে ঢালাই এর ব্যাবস্থা,পরিযায়ী শ্রমিকদের সার্টিফিকেট সহ ভাতার ব্যাবস্থা করা সহ আট দফা দাবিতে ডেপুটেশন দেওয়া হয়।