অন্যান্য বছরের মত এবারেও পুরুলিয়ার রঘুনাথপুর শহরের রঘুনাথপুর-বাঁকুড়া রোডে প্রাচীন ঐতিহ্যবাহী শনি মহারাজের মন্দিরে শনিবার সারাদিন ধরেই শ্রী শ্রী শনি মহারাজের ৩৯তম বাৎসরিক পূজা উৎসব।এই উৎসবকে কেন্দ্র করে ব্যাপক মানুষের সমাগম লক্ষ্য করা যায়।শনিবার সকাল থেকেই উপচে পড়েছে দর্শনার্থীদের ভিড়।এদিন মন্দিরে উপস্থিত হয়েছিলেন রঘুনাথপুর পৌরসভার চেয়ারম্যান তরণী বাউরি সহ একাধিক কাউন্সিলর থেকে জনপ্রতিনিধিরা।এদিন নরনারায়ণ সেবার আয়োজন করেছিল উদ্যোক্তারা।