সতর্কতা সচেতনতা সপ্তাহ ২০২৫–এর অংশ হিসেবে পূর্ব রেলের মালদা বিভাগে ১৮ই আগস্ট থেকে ১৭ই নভেম্বর, ২০২৫ পর্যন্ত “সতকর্মসূচি আমাদের যৌথ দায়িত্ব” শীর্ষক তিন মাস ব্যাপী সতর্কতা সচেতনতা অভিযান পরিচালিত হচ্ছে। মালদার বিভাগীয় রেলওয়ে ব্যবস্থাপক মণীশ কুমার গুপ্ত–র দিকনির্দেশনায়* এই অভিযান চালানো হচ্ছে, যার মূল উদ্দেশ্য রেলকর্মী ও সাধারণ মানুষের মধ্যে স্বচ্ছতা, সতর্কতা এবং সততা সম্পর্কে সচেতন করা। ঠিক সেইরকম আজ মালদা টাউন স্টেশনে এই কর্মসূচি হয়।