ফ্লাইওভার নির্মাণের জন্য বুলডোজার দিয়ে ভেঙে ফেলা হলো একাধিক অবৈধ দোকান। মঙ্গলবার মুর্শিদাবাদ জেলার সামশেরগঞ্জ ব্লকের নতুন ডাকবাংলায় উচ্ছেদ অভিযান করল জাতীয় সড়ক কর্তৃপক্ষ। মঙ্গলবার দুপুরে জানা গিয়েছে, যানজটের জন্য জাতীয় সড়ক কর্তৃপক্ষ নতুন ডাকবাংলা এলাকায় ফ্লাইওভার নির্মাণের উদ্যোগ নেয়। সেই জাতীয় সড়কের পাশে থাকা একাধিক দোকানপাটকে উচ্ছেদের নোটিশ দেওয়া হয় জাতীয় সড়ক কর্তৃপক্ষ পক্ষ থেকে।