মুর্শিদাবাদ জেলার ভরতপুরে বন্যা কবলিত এলাকা পরিদর্শনে রাজ্যের অগ্নি নির্বাপন ও জরুরী পরিষেবা দপ্তরের মন্ত্রী সুজিত বসু। টানা নিম্নচাপের জেরে ময়ূরাক্ষী নদীর জলস্তর বেড়ে বন্যা পরিস্থিতি সৃষ্টি হয় ভরতপুর ১ নম্বার ব্লকের ইব্রাহিমপুর, জাখিনা, ছত্রপুর, কললা সহ একাধিক গ্রাম। সেই খবর পেয়ে মুখ্যমন্ত্রীর নির্দেশে বন্যা কবলিত এলাকা পরিদর্শন করতে আসেন মন্ত্রী। এদিন মন্ত্রী ভরতপুরে এসে বন্যা কবলিত গ্রাম গুলি পরিদর্শনের করার পাশাপাশি এলাকার মানুষদের সঙ্গে কথা বলেন।