রান্না করতে গিয়ে মর্মান্তিক মৃত্যু গৃহবধূর,কাঠের উনুনে রান্না করতে গিয়ে অগ্নিদগ্ধ হয়ে মৃত্যু,তদন্তে পুলিশ।হাড়োয়া ব্লকের বাগানআটি গ্রামের ঘটনা। মৃতার নাম হাসিনা বিবি,বয়স ৪৪ বছর।পরিবার সূত্রে জানা যায় বুধবার রাতে হাসিনা বিবি বাড়িতে কাঠের উনুনে রান্না করছিলেন,হঠাৎই উনুনের আগুন ছড়িয়ে পড়ে আগুন ধরে যায় গৃহবধূর শাড়িতে তারপর শরীরে,পরিবারের সদস্যরা দেখতে পেয়ে দ্রুত উদ্ধার করে হাড়োয়া গ্রামীণ হাসপাতালে নিয়ে এলে চিকিৎসকেরা হাসিনা বিবিকে মৃত বলে ঘোষণা