হারিয়ে যাওয়া সংস্কৃতি পুনরুদ্ধারে ৩৫ বছর পর গ্রামে শুরু হলো করম উৎসব।বুধবার রাত্রি ৮ টা থেকে এমনই ঘটনার সাক্ষী রইলো পুরুলিয়ার মানবাজার-২ নং ব্লকের অন্তর্ভুক্ত জঙ্গলমহলের খড়িদুয়ারা গ্রাম।গ্রামবাসীরা জানায়,প্রায় ৩৫ বছর আগে গ্রামে পালিত হতো করম উৎসব,সেই সময় ছোট থেকে বড়রা সকলে মেতে উঠতেন এই উৎসবে,কিন্তু তারপর থেকেই আস্তে আস্তে খড়িদুয়ারা গ্রামে হারিয়ে যায় সেই ঐতিহ্যবাহী করম উৎসব।