হাওড়া বর্ধমান লোকালে আগুন। ঘটনা প্রসঙ্গে জানা যায় রাত ৮ টা ৫২ মিনিট হাওড়া থেকে ছাড়ে হাওড়া বর্ধমান লোকাল। গাড়িটি হুগলি স্টেশনে ঢোকার পর হাওড়ার দিকে দ্বিতীয় ও তৃতীয় কামরার মাঝে আগুন জ্বলতে দেখে যাত্রীরা। ঘটনাস্থলে ছুটে আসে রেল কর্মীরা। বেশ কিছুক্ষণ পর আগুন নিভিয়ে ফেলে তারা। এই ঘটনাকে কেন্দ্র করে চাঞ্চল্য ছড়ায় যাত্রীদের মধ্যে।