শহরের রাস্তায় মডিফাই সাইলেন্সারের তীব্র আওয়াজে বিরক্ত হয়ে উঠেছিলেন সাধারণ মানুষ। পুলিশের কাছে একের পর এক অভিযোগ জমা পড়ছিল। সেই অভিযোগের ভিত্তিতেই জংশন ট্রাফিক গার্ডের পক্ষ থেকে বিশেষ অভিযান শুরু করা হয়। পুলিশের পক্ষ থেকে জানানো হয়েছে, এবার রাস্তায় মডিফাই সাইলেন্সার লাগানো বাইক চালাতে গিয়ে ধরা পড়লেই দিতে হবে মোটা অঙ্কের জরিমানা।