ছোটদের মুখে হাসি ফোটাতে অনন্য উদ্যোগ নিলেন কালনার সমাজসেবী ও ব্যবসায়ী সুব্রত রায়। একসময় আর্থিক অভাবের কারণে বই-খাতার জন্য সংগ্রাম করতে হয়েছে তাঁকে। তাই আজ তিনি নিজে সেই কষ্টের স্মৃতি ভুলে পিছিয়ে পড়া শিশুদের হাতে তুলে দিচ্ছেন পড়াশোনার সামগ্রী। কখনো নিজের বাড়িতে, কখনো স্কুলে গিয়ে বাচ্চাদের ব্যাগ, জলের বোতল, পেন্সিল, রাবার, লজেন্স ও বিস্কুটের প্যাকেট দেন তিনি। মঙ্গলবার হরিজন এফপি বিদ্যালয়ের পড়ুয়াদের হাতে এমন উপহার তুলে দিয়ে শিশুদের মন জয় করলেন।