মঙ্গলবার কলকাতার রাজপথে সেনার ট্রাক আটকাল কলকাতা পুলিশ। এই ঘটনাকে কেন্দ্র করে রাইটার্স বিল্ডিংয়ের সামনের রাস্তায় আজ সকাল সাড়ে ১১ টা নাগাদ ব্যাপক চাঞ্চলের সৃষ্টি হয় । জানা গিয়েছে, কোনরকম সিগনাল না মেনেই বিপজ্জনক ভাবে আসছিল ট্রাকটি। সেই কারণেই ট্রাফিক আইন ভাঙার অভিযোগে ট্রাকটিকে আটকায় কর্মরত ট্র্যাফিক কন্ট্রোলাররা। ওই ট্রাকের পিছনেই আবার আসছিল কলকাতার নগরপাল মনোজ ভার্মার গাড়ি। লালবাজারের দিকে যাচ্ছিলেন সিপি।