এলাকার মহিলা স্বনির্ভর গোষ্ঠী গুলির সদস্যাদের নিয়ে প্রাণিসম্পদ বিকাশ বিভাগের উদ্যোগে প্রাণী পালন নিয়ে আজ একটি প্রশিক্ষণশালার আয়োজন করা হলো পুরুলিয়া ২ নম্বর ব্লকের কৃষি দপ্তরের সভাকক্ষে । সেখানে ব্লক প্রাণিসম্পদ বিকাশ বিভাগের (BLDO ) আধিকারিক, ব্লক কৃষি দপ্তরের সহ কৃষি অধিকর্তা (ADA) সহ অন্যান্য আধিকারিকরা উপস্থিত ছিলেন ।