রোহিত সাউয়ের রহস্য মৃত্যু ঘটনায় পুলিশের বড় পদক্ষেপ। রহস্য মৃত্যুর ঘটনায় অভিযুক্ত তরুণী দোয়েল দাস সহ তার পরিবারের চারজনকে গ্রেফতার করলো পুলিশ। দোয়েল দাস পেশায় বিউটি পার্লার কর্মী। দোয়েল বিবাহিত হওয়ার পরেও গত দেড় বছর ধরে রোহিতের সাথে সম্পর্কে ছিল বলে অভিযোগ। তার অতীতেও একাধিক বিতর্ক রয়েছে বলে অভিযোগ। বছর চারেক আগে তার প্রথম বিয়ে হয় দুর্গাপুরে, কিন্তু স্বামী রহস্যজনকভাবে খুন হয় বলে স্থানীয়দের দাবি। এরপর ফের বিয়ে হলেও সংসার টেকেনি। স্থানীয়দের দ