পূর্ব বর্ধমানের কালনার অঘোরনাথ পাক স্টেডিয়ামে মহিলাদের স্বনির্ভর করে তোলার উদ্দেশ্যে শুরু হলো বিশেষ এক্সিবিশন “গৌরী এলো”। ৮ই সেপ্টেম্বর থেকে শুরু হওয়া এই প্রদর্শনী চলবে আগামী ১১ই সেপ্টেম্বর পর্যন্ত। প্রদর্শনীতে মোট ১৫টি স্টল বসেছে, যেখানে একই ছাদের তলায় পাওয়া যাচ্ছে নানা ধরনের পণ্য—গার্মেন্টস, ব্যাগ, হ্যান্ডমেড জুয়েলারি থেকে শুরু করে বিভিন্ন খাদ্যদ্রব্য।