Barasat 1, North Twenty Four Parganas | Aug 27, 2025
নিউটাউনে নাবালিকা ধর্ষণ ও খুনের ঘটনায় দোষী সাব্যস্ত সৌমিত্র রায়কে নিয়ে আসা হল বারাসাতে জেলা পক্স আদালতে চলতি বছরের ফেব্রুয়ারি মাসে নিউ টাউনে নাবালিকাকে ধর্ষণ করে খুনের ঘটনায় গ্রেফতার হয় টোটো চালক সৌমিত্র রায়।। নিউটাউ নাবালিকা কে টোটোই তুলে বাড়ি না নিয়ে গিয়ে অলিতে গলিতে ঘুরে একটি পরিত্যাক্ত জঙ্গলের মধ্যে ধর্ষণ ও খুন করে টোটো চালক সৌমিত্র রায়। এই ঘটনায় সোমবার সৌমিত্র রায় কে দোষী সাব্যস্ত করে বারাসাত জেলা পক্স আদালত। আজ সাজা ঘোষণা।