পথ দুর্ঘটনায় মৃত্যু হল এক যুবকের। ঘটনাটি বিনপুর 2 ব্লক অর্থাৎ বেলপাহাড়ী ব্লকের শিলদার। মৃত যুবকের নাম রাজেশ চন্দ বয়স ৩০ বাড়ি শিলদাতে।স্থানীয় সূত্রে জানা যায় গতকাল অর্থাৎ সোমবার সন্ধ্যায় বাইকে করে বেলপাহাড়ী থেকে শিলদাতে ফেরার পথে শিলদার সিনেমা হল সংলগ্ন এলাকায় নিয়ন্ত্রণ হারিয়ে লরি ও জেসিবি গাড়ির মাঝখানে বাইক সমেত ঢুকে যায় রাজেশ। আঘাত লাগে মাথায়। ঘটনাস্থলেই গুরুতর আহত হয় সে।