রবিবার হুগলী গ্রামীণ জেলা পুলিশের উদ্যোগে জাঙ্গীপাড়া থানা-র পক্ষ থেকে এক বিশেষ মোবাইল পুলিশ স্টেশন ক্যাম্প অনুষ্ঠিত হলো মন্ডলিকা গ্রাম পঞ্চায়েতের অন্তর্গত মন্ডলিকা বাজারে। এই কর্মসূচিতে উপস্থিত ছিলেন চন্ডীতলা মহকুমার এসডিপিও এবং চন্ডীতলা সার্কেলের সিআই। বহু মানুষের উপস্থিতিতে এই কর্মসূচি বিশাল সাফল্য অর্জন করে। স্থানীয় মানুষদের মধ্যে নিরাপত্তা, আইন মান্যতা ও পরিবেশ সুরক্ষা নিয়ে ইতিবাচক সচেতনতা তৈরি হয়।