Minakhan, North Twenty Four Parganas | Aug 25, 2025
পুরনো মারামারি ঘটনায় মিনাখাঁ থানা এলাকা থেকে এক ব্যক্তিকে গ্রেফতার করে সোমবার দুপুর দুটো নাগাদ মিনাখা থানা থেকে পাঠানো হলো বসিরহাট আদালতে গত একুশে জুলাই পারিবারিক বিবাদ কে কেন্দ্র করে মিনাখা থানায় এলাকায় দুই পরিবারের মধ্যে মারামারি হয়। সেই ঘটনায় উভয় পরিবারের মোট চারজন আহত হয়। আহতরা মিনাখা মিনাখা হাসপাতালে চিকিৎসা করিয়ে বাইশে জুলাই মিনাখা থানায় এক পরিবার অপর পরিবারের বিরুদ্ধে অভিযোগ জানিয়েছিল। বাঁশ দিয়ে পিটিয়ে খুনের চেষ্টা, গৃহবধূদের শ্লীলতাহা