সারা ভারত কৃষক সভা ময়ূরেশ্বর-১ ব্লক কমিটির সম্মেলন ডাবুক অঞ্চলের ডাবুক গ্রামের কমঃ বিশ্বনাথ লেট নগর ও কমঃ মনসুর মোল্লা মঞ্চে অনুষ্ঠিত হয়। সম্মেলনের শুরুতে আজ দুপুরে কৃষকসভার দাবি নিয়ে মিছিল করে এসে সম্মেলন স্থলে সংগঠনের পতাকা উত্তোলন করেন কৃষক নেতৃত্ব ধীরেন লেট এবং শহীদ বেদীতে মাল্যদান করেন। সম্মেলন পরিচালনার জন্য ধীরেন লেট, আশীষ মন্ডল ও শিউলি লেটকে নিয়ে সভাপতি মন্ডলী গঠিত হয়।