বিশ্বের দীর্ঘতম সন্তরণ প্রতিযোগিতার আজ সমাপ্তি ঘটলো বহরমপুরের গোরাবাজার ঘাটে এসে পৌঁছল দীর্ঘ 81 কিলোমিটারের প্রথম স্থান অধিকারী প্রত্যয় ভট্টাচার্য। অন্যদিকে 19 কিলোমিটার মহিলা সন্ত্রন প্রতিযোগিতায় প্রথম স্থান অধিকার করেছে মধুবনী পাত্র। মহিলাদের 19 কিলোমিটারে দ্বিতীয় স্থান অধিকার করা বাংলাদেশ থেকে আসার মহিলা সাঁতারু মোসাম্মদ মুক্তি খাতুন। তাড়াতাড়ি নিজেদের অভিজ্ঞতার কথা আমাদের জানালেন।19 কিলোমিটারের পুরুষদের ক্ষেত্রে দ্বিতীয় স্থান অধিকারী বাংলাদেশ