আগামী ২০ সেপ্টেম্বর জিসিপিএ কোচবিহারে সভায় যোগ দেওয়ার উদ্দেশ্যে বৃহস্পতিবার বেলা একটা নাগাদ গ্রেটার কোচবিহার পিপলস অ্যাসোসিয়েশনের পক্ষ থেকে এক মিছিল মাথাভাঙ্গা শহর পরিক্রমা করে। এদিন পঞ্চানন স্মৃতি রক্ষা সমিতির ভবন থেকে মিছিল শুরু হয়ে সারা শহর পরিক্রমা করে। এই মিছিলের মাধ্যমে আগামী 20 সেপ্টেম্বর কোচবিহারের সভায় যোগ দেওয়ার আহ্বান জানান।