হারানো ২০৫ টি মোবাইল ফেরাল জলপাইগুড়ি পুলিশ। হারানো ও চুরি যাওয়া ২০৫টি মোবাইল ফোন প্রকৃত মালিকদের হাতে ফিরিয়ে দিল জলপাইগুড়ি জেলা পুলিশ। মঙ্গলবার জলপাইগুড়ি পুলিশ লাইনে এক প্রত্যার্পণ অনুষ্ঠানের মাধ্যমে মালিকদের হাতে ফোনগুলি তুলে দেন জেলা পুলিশ সুপার উমেশ খান্ডবাহালে। উপস্থিত ছিলেন জেলার অন্যান্য পুলিশ আধিকারিকরাও। এদিন দুপুর জেলা পুলিশ সুপার বলেন, “জনগণের সুরক্ষা ও সেবা নিশ্চিত করার জন্য জলপাইগুড়ি জেলা পুলিশ সবসময় অক্লান্ত প্রচেষ্টা চালিয়ে যাচ্ছে।