পদ হারালো মেখলিগঞ্জের বিধায়ক কন্যা অঙ্কিতা অধিকারী। কোচবিহার জেলা তৃণমূলের সম্পাদিকার পদে ছিলেন তিনি। তবে সোমবার বিকেলে প্রকাশিত জেলা তৃণমূলের পদাধিকারীদের তালিকায় নাম নেই তার। এনিয়ে অঙ্কিতা অধিকারীর সঙ্গে একাধিকবার যোগাযোগ করার চেষ্টা করা হলেও তিনি ফোন না তোলায়, তাঁর কোনো মন্তব্য পাওয়া যায় নি। মেখলিগঞ্জের বিধায়ক পরেশ চন্দ্র অধিকারী সঙ্গে কথা বলা হলে তিনি এনিয়ে কোনো মন্তব্য করতে চায়নি। তবে তিনি জানান, "কালকে জেলায় কোড় কমেটির একটি মিটিং রয়েছে।