ঘটনাটি বৃহস্পতিবার মহকুমা হাসপাতাল চত্বরের ঘটনা । জানাগিয়েছে নাককাটিগাছ GP র রাজারকুটি এলাকার লক্ষণ দাসের সন্তানসম্ভবা স্ত্রী রিম্পা দাস সোমবার রাতে হাসপাতালে ফুটফুটে মেয়ে বাচ্চা প্রসব করেছেন। প্রথম সন্তান ছেলে হওয়ায় দ্বিতীয় সন্তান মেয়ে আশা করছেন। এদিন হাসপাতাল থেকে ছাড়া খবর লক্ষণ এম্বুলেন্স ফুল,বেলুন দিয়ে সাজিয়ে ডিজে বাজিয়ে স্বাস্থ্য কর্মীদের মিষ্টিমুখ করিয়ে ঘরের লক্ষ্মী কে বাড়িতে নিয়ে যান।