ধৃতদের নাম বিনয় হাঁসদা, শিবা হাঁসদা, সন্দীপ মুর্মু ও বিমল হাঁসদা। মেমারি থানার গৌরপুরে তাদের বাড়ি। ধৃতদের শনিবার বর্ধমান সিজেএম আদালতে পেশ করা হয়। খুনে ব্যবহৃত অস্ত্র উদ্ধার ও ঘটনার পুনির্নর্মাণ করতে এবং মোটিভের বিষয়ে জানতে ধৃতদের দশদিন নিজেদের হেফাজতে নিতে চেয়ে আদালতে আবেদন জানায় পুলিশ। ধৃতদের ছ’দিনের পুলিশি হেফাজত মঞ্জুর করেন সিজেএম। পুলিশ সূত্রে জানা গিয়েছে, শুক্রবার সকালে বাড়ি থেকে কিছুটা দূরে জলাশয়ের পাশে লক্ষ্মী হেমব্রমের দেহ উদ্ধার হয়।