DYFI ধর্মনগর মহকুমা কমিটির অন্তর্গত ব্রজেন্দ্রনগর অঞ্চলের ষষ্ঠ অঞ্চল সম্মেলন অনুষ্ঠিত হল সোমবার উত্তর ত্রিপুরা জেলার কুর্তি কদমতলা বিধানসভার অন্তর্গত ব্রজেন্দ্রনগর এলাকায়। উক্ত সন্মেলন থেকে ১৫ জনের নতুন কমিটি গঠন করা হয় l যেখানে সম্পাদক এবং সভাপতি হিসেবে নির্বাচিত হন কমরেড দীপঙ্কর মালাকার এবং কমরেড রামেন্দ্র গোস্বামী। এতে উপস্থিত ছিলেন কুর্তি কদমতলার বাম বিধায়ক ইসলাম উদ্দিন, DYFI নেতা অর্জুন নাথ সহ অন্যান্যরা।