ধৃতের নাম শেখ সুরজ ওরফে সুরজ মণ্ডল। খণ্ডঘোষ থানার নারায়ণপুরে তার বাড়ি। বুধবার দুপুরে খণ্ডঘোষ বাসস্ট্যান্ড এলাকা থেকে তাকে ধরা হয়। তার কাছ থেকেই উদ্ধার হয় অপহৃতা। পুলিশ সূত্রে জানা গিয়েছে, খণ্ডঘোষ থানার বেড়ুগ্রামে বছর ষোলোর ওই কিশোরীর বাড়ি। ১৪ আগস্ট বেলা ৩টে নাগাদ টিউশন পড়তে যাওয়ার কথা বলে সে বাড়ি থেকে বের হয়। তারপর থেকে তার হদিশ পাওয়া যাচ্ছিল না। বিভিন্ন জায়গায় খোঁজখবর নিয়ে পরিবারের লোকজন জানতে পারেন, সুরজ তাকে ফুসলিয়ে আটকে রেখেছে।