১০ দিন পেরিয়েও ফতেপুর-হোলিদানা এলাকার ভাঙা সেতুর সংস্কারে কোনো উদ্যোগ নিল না প্রশাসন। ফলে গ্রামবাসীরাই বাধ্য হলেন নিজেদের চাঁদার অর্থে অস্থায়ী সেতু গড়ে তুলতে। রবিবার স্থানীয় মানুষজন বাঁশ, কাঠ ও অন্যান্য সামগ্রী জোগাড় করে ভাঙা সেতুর উপর তৈরি করেন বিকল্প পথ। উল্লেখ্য, এই সেতুটি ফতেপুর, হোলিদানা, মিল্কিডাঙ্গা ও আকতৈল সহ কয়েকটি গ্রামের কয়েক হাজার মানুষের দীর্ঘদিনের একমাত্র যোগাযোগ মাধ্যম ছিল। সেতু ভেঙে যাওয়ায় কয়েকটি গ্রাম কার্যত বিচ্ছিন্ন হয়ে পড়ে।